ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে আল আউট পাকিস্তান, দেখেনিন কত রানের লিড পেল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৮ ১৫:০৪:৪৬
তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে আল আউট পাকিস্তান, দেখেনিন কত রানের লিড পেল বাংলাদেশ

বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান তৃতীয় দিনের প্রথম ওভারেই হারায় জোড়া উইকেট। লাঞ্চের আগে মোট ৪টি উইকেট হারায় সফরকারীরা, স্কোরবোর্ডে জড়ো করে ২০৩ রান।

তবে পাকিস্তানকে লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন শতক হাঁকানো আবিদ আলী। লাঞ্চের আগে তিন উইকেট শিকার করা তাইজুল আবিদকে থামান ১৩৩ রানে। বিদায়ের আগে ২৮২ বলের মোকাবেলায় ১২টি চার ও ২টি ছক্কা হাঁকান আবিদ।

তার আগে এবাদত হোসেন শিকার করেন মোহাম্মদ রিজওয়ানকে। এরপর একে একে তাইজুল তুলে নেন ৭ উইকেট, এবাদত শিকার করেন আরও একটি। ১১৫.৪ ওভার ব্যাট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২৮৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিনের ১ম সেশন শেষে)

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ২০৩/৪ (৮৮ ওভার)আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২

বাংলাদেশের লিড ৪৪ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ