ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি প্রান্তিকের দূদার্ন্ত সেঞ্চুরিতে ভারতকে বিশাল রানের টাগের্ট দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০১ ১৪:১৮:৫২
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি প্রান্তিকের দূদার্ন্ত সেঞ্চুরিতে ভারতকে বিশাল রানের টাগের্ট দিল বাংলাদেশ

দলীয় ৩০ রানেই অবশ্য ওপেনার মাহফিজুল ইসলামকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর লড়াই চালিয়ে যান ইফতেখার আহমেদ ও প্রান্তিক নওরোজ নাবিল। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন তোলেন ৯৫ রান।

৭৫ বলে ৫৭ রান ফিরে যান ইফতেখার ফিরে গেলেও প্রান্তিক এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন। ১০৮ বলের এই ইনিংসে ছিল ১৪টি চারের মার। এরপর দলটির হয়ে হাল ধরেন এস এম মেহরাব হোসেন।

৪৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ৭০* অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। শেষদিকে তার এই ইনিংসের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান তোলে সফরকারী দল।

ভারতের বোলারদের মধ্যে কৌশাল তাম্বে দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন পিএম সিং রাঠোর, আয়ুশ সিং ঠাকুর ও অনেশ্বর গৌতম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩০৫/৬ (৫০ ওভার)

(প্রান্তিক ১০১, মেহরাব ৭০*, ইফতেখার ৫৭; তাম্বে ২/৪৩, গৌতম ১/১৯)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ