ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ বনাম পাকিস্তান: প্রথম দিনের খেলা শেষ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৪ ১৬:৩৪:৩৩
বাংলাদেশ বনাম পাকিস্তান: প্রথম দিনের খেলা শেষ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। বন্ধ হওয়ার আগে খেলা হয়েছে মোট ৫৭ ওভার।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা দারুণ হয় তাদের। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করে ৫৯ রান।

ব্যক্তিগত ২৫ রানে আউট হব আবদুল্লাহ। তার সঙ্গী আবিদও এরপর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ফেরেন ৩৯ করে। দলীয় ৭৪ রানের মাঝে পাকিস্তানের দুই ওপেনারকেই বোল্ড করেন তাইজুল ইসলাম।

দারুণ শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেটের পতন ঘটতে দেননি বাবর আজম ও আজহার আলী। দিন শেষে দুজনেই আছেন অপরাজিত, ব্যাট করছেন যথাক্রমে ৬০ ও ৩৬ রানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ