ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

লঙ্কান প্রিমিয়ার লিগের ১ম ম্যাচেই চমক দেখালেন বাংলাদেশের আল আমিন হোসেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৬ ১৯:০৬:৩৫
লঙ্কান প্রিমিয়ার লিগের ১ম ম্যাচেই চমক দেখালেন বাংলাদেশের আল আমিন হোসেন

ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে ডাম্বুলা। ক্যান্ডির হয়ে দুইটি উইকেট শিকার করলেও নিজের চার ওভারের স্পেলে ৩৬ রান খরচ করে ফেলেছেন আল আমিন। মূলত প্রথম ও শেষ ওভারটিই বেশি খারাপ হয়েছে তার।

ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে ডাকা হয় আল আমিনকে। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন তিনি। ওভারের শেষ বলে আরও এক চারসহ মোট ১৪ রান দিয়ে বসেন তিনি। ফলে তাকে আক্রমণে রাখা হয়নি আর।

তবে দশম ওভারে দ্বিতীয়বার আক্রমণে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ান আল আমিন। মাত্র দুই রান খরচ করে সাজঘরে পাঠিয়ে দেন ডাম্বুলার ইনিংসে ঝড় তোলা ফিল সল্টকে। আল আমিনের বলে বড় শট খেলতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে ফিরতি ক্যাচ দেন ২৭ বলে ৬৪ রান করা সল্ট।

পরে ডেথে আবার আনা হয় আল আমিনকে। ইনিংসের ১৮তম ওভারে দুর্দান্ত বৈচিত্রময় বোলিংয়ে মাত্র চার রান খরচায় তিনি তুলে নেন নুয়ানিদু ফার্নান্দোর উইকেট। সে তুলনায় শেষ ওভারটি ভালো যায়নি। ইনিংসের ২০তম ওভারে জোড়া ছক্কাসহ ১৬ রান খরচ করেন আল আমিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ