ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ফাইনালে ভারতকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৭ ১৪:৩৬:৫০
ফাইনালে ভারতকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশের

এদিন টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার মাহফিজুল ইসলাম ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। রানের খাতা খোলার আগেই ধানুশের বলে বোল্ড হয়ে সাজঘিরে ফিরে যান।

আরেক ওপেনার ইফতিখার হোসাইন প্রান্তিক নাবিলের সাথে মিলে গড়েন ৪০ রানের জুটি। কিছুটা আগ্রাসী ব্যাটিং করা নাবিল এদিন খেলেন ২৫ বলে ২৮ রানের ইনিংস। যেখানে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার।

নাবিলের বিদায়ের খানিক সময় পর ওপেনার ইফতিখার ব্যক্তিগত ১৭ রানে সাজঘরের পথ ধরলে দলকে এগিয়ে নিতে থাকেন আইচ মোল্লা। নিচের সারিতে ফাহিম, আরিফুল কিংবা মেহেরবরা ব্যাট হাতে সুবিধা করতে না পারলে আশিকুর রহমানের সাথে জুটি গড়েন আইচ মোল্লা।

৫৮ বলে ৫০ রানের ইনিংস খেলে আশিকুর রহমান ধানুশের শিকারে পরিণত হলে স্কোর আর খুব বেশি বড় করতে পারেনি টাইগাররা। আশিকুরের ৫০ রানের এই ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। দশম ব্যাটসম্যান হিসেবে আইচ মোল্লা রানআউট হয়ে সাজঘরে ফিরে যান ৯৩ রানের ইনিংস খেলে।

এই ইনিংস খেলতে আইচ মোল্লা হাঁকিয়েছেন ১০টি চার ও ২টি ছক্কা। ১০২ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করা আইচ মোল্লা ৯৩ রান করতে খেলেছেন ৯১টি বল।

নির্ধারিত ৫০ ওভারের মধ্যে বাংলাদেশের যুবারা ৪১ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৩৪ রান।

বল হাতে এদিন ভারত অনূর্ধ্ব-১৯ বি দলের হয়ে ধানুশ গওধা নিয়েছেন ৬২ রানে ৩ উইকেট এছাড়া রবি কুমার ৪৪ রানে ২টি, ওম কানাবার ৫০ রানে ২টি এবং শাসওয়াত ২৭ রানে নেন ২টি উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ