ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশকে ফলোঅন করাবে কি না জানিয়ে দিলো পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৭ ২০:১০:২১
বাংলাদেশকে ফলোঅন করাবে কি না জানিয়ে দিলো পাকিস্তান

কিন্তু ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলেই ব্যস্ত ছিলেন। আলোকস্বল্পতার কারণে প্রথম ওভারের পর আর ফাস্ট বোলারদের বোলিংয়ে আনতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু একাই সবকিছু ওলট-পালট করে দেন সাজিদ খান।

দিনশেষে এখন সুবিধাজনক স্থানে রয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত আলোর স্বল্পতায় যখন আগেভাগেই শেষ হলো দিনের খেলা, বাংলাদেশের রান ৭ উইকেটে ৭৬। ফলো-অন এড়াতেই প্রয়োজন আরও ২৫ রান। তবে সাজিদ খান মনে করেন বাংলাদেশকে আরো একবার অলআউট করে ম্যাচ জয়লাভ করতে চায় পাকিস্তান।

৬ উইকেট নিয়ে সাজিব খান বলেন, “পরিকল্পনা এটাই যে কালকে এই তিন জনকে আউট করে ওদেরকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা। ববি ভাই (বাবর) এটা বলেছিলেন যে, সবাই যেন জয়ের জন্য মাঠে নামে এবং প্রত্যেকেই যেন নিজেকে উজার করে দেয়। আমরা এটাই করেছি, আক্রমণ করেছি এবং সেটির ফল মিলেছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ