ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

একদিনে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে অপমানের করে যা বললেন সাজিদ খান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৭ ২০:৫৮:৩২
একদিনে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে অপমানের করে যা বললেন সাজিদ খান

চতুর্থ দিনে এসে পাকিস্তান দল নিজেদের রানের গতি বাড়িয়ে ৪ উইকেটে ৩০০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে। জবাবে খেলতে নেমে ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকে টাইগাররা।

অভিষিক্ত মাহমুদুল হাসান জয় খালি হাতে ফেরার পর সুবিধা করতে পারেননি টপ অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যাটাররা। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে ৩০ রান আসলেও মুমিনুল, মুশফিক কিংবা লিটন সবাই ছিলেন ব্যর্থতার কাতারে। স্বস্তি যেটুকু পাওয়া গিয়েছে তা হল সাকিব আল হাসানের ২৩ রানে অপরাজিত থাকা।

পাকিস্তানি স্পিনার সাজিদ খানের কাছেই যেন গোটা ব্যাটিং অর্ডার আত্মসমর্পন করেছে এদিন মিরপুরের হোম অব ক্রিকেটে। মাত্র ১২ ওভার বল করা সাজিদ ৩টি মেইডেন দিয়ে নিয়েছেন ৬টি উইকেট। বাকি ১টি উইকেট ছিল মুমিনুলের রানআউট।

এদিকে প্রায় ফলোঅনে পড়তে যাওয়া বাংলাদেশের হাতে এখনও একদিন বাকি থাকলেও শঙ্কা থেকেই যায়। এরই মধ্যে চতুর্থ দিনের খেলা শেষে ৬ উইকেট নেয়া সাজিদ খান যেন বাংলাদেশকে কিছুটা হুঙ্কার দিয়ে রেখেছেন পঞ্চম দিনে মাঠে নামার আগে।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলকে অলআউট করে আবারও ব্যাটিংয়ে পাঠানোর পরিকল্পনা এঁটে বসেছেন এই স্পিনার। সংবাদ সম্মেলনে সাজিদ খান বলেন, ‘’পরিকল্পনা এটাই যে কালকে এই তিন জনকে আউট করে ওদেরকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা। ববি ভাই (বাবর) এটা বলেছিলেন যে, সবাই যেন জয়ের জন্য মাঠে নামে এবং প্রত্যেকেই যেন নিজেকে উজার করে দেয়। আমরা এটাই করেছি, আক্রমণ করেছি এবং সেটির ফল মিলেছে।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ