ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

বড় চমক দিয়ে নভেম্বরের সেরা ৩ ক্রিকেটারকে বেছে নিল আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৯ ১২:৩৪:২২
বড় চমক দিয়ে নভেম্বরের সেরা ৩ ক্রিকেটারকে বেছে নিল আইসিসি

সব ধরনের ক্রিকেটের উপর বিচার করেই নভেম্বর মাসের সেরা তিন ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে কে সেরা হবেন তা ঠিক করবে সমর্থকদের ভোট। রবিবার অবধি ভোট দিতে পারবেন সমর্থকরা। আইসিসি-র ওয়েবসাইটে গিয়ে ভোট দেওয়া যাবে।

টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন ওয়ার্নার। এই বিধ্বংসী ওপেনার নভেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার প্রবল দাবিদার। সেমিফাইনাল এবং ফাইনালে তাঁর ইনিংস অস্ট্রেলিয়ার জয়ের পথে বড় ভূমিকা নিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ১৩৩ এবং ৯১ রানের ইনিংস খেলেন পাকিস্তানের ওপেনার আবিদ। সেই ইনিংস পাক ওপেনারকে জায়গা করে দিয়েছে নভেম্বরের সেরা তিন ক্রিকেটারের মধ্যে।

কানপুরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেট নেন সাউদি। টি২০ বিশ্বকাপেও ছন্দে ছিলেন নিউজিল্যান্ডের এই পেসার। সেরাদের তালিকায় রয়েছেন তিনিও। এঁদের মধ্যে থেকেই সমর্থকদের ভোটের ভিত্তিতে নভেম্বরের সেরা ক্রিকেটারকে বেছে নেবে আইসিসি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ