ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: আইপিএলের সবচেয়ে বড় আসর হবে যে দেশে জানিয়ে দিলেন গাঙ্গুলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১২ ২০:২০:৪৫
ব্রেকিং নিউজ: আইপিএলের সবচেয়ে বড় আসর হবে যে দেশে জানিয়ে দিলেন গাঙ্গুলি

যদিও আইপিএলের আগামী আসর ভারতের মাটিতেই আয়োজন করতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তিনি জানিয়েছেন, যেহেতু ভারতের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে। তাই আইপিএল ভারতের মাটিতে আয়োজন না করার কোনো কারণ দেখছেন না তিনি।

গাঙ্গুলি বলেন, 'আমার মনে হয় আমরা খারাপ সময় পেছনে ফেলে এসেছি। আশাবাদী আইপিএল আগামী বছর ভারতের ফেরাতে পারবো। কারণ এটা ভারতের টুর্নামেন্ট এবং এটা ভারতে আয়োজন হয় ভিন্ন রকম পরিবেশ থাকে।'

'আন্তর্জাতিক ক্রিকেট চলছে। আমরা নিউজিল্যান্ডকে আতিথ্য দিচ্ছি। আমরা দক্ষিণ আফ্রিকা যাবো। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কায়। তাই আমি মনে করি বাজে সময় শেষ হয়ে গেছে।'

শুধু আইপিএল নয়, ভারতের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরও আয়োজন করেছে আরব আমিরাত। তাই দেশটির ক্রীড়া কতৃপক্ষের প্রশংসা করেছেন গাঙ্গুলি। ভারতের ঘরোয়া খেলাধুলা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

গাঙ্গুলির ভাষ্য, 'করোনা পরিস্থিতির মধ্যেও আমরা আইপিএল দুবাইতে নিয়ে শেষ করতে পেরেছি। দুবাইয়ের ক্রীড়া কতৃপক্ষ দারুণ সহযোগীতা করেছে। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। করোনা পরিস্থিতির কারণে গত বছর বিরতি ছিল।'

'আমরা প্রায় সব টুর্নামেন্টই শেষ করেছি। জানুয়ারিতে রঞ্জি ট্রফি শুরু হচ্ছে। জুনিয়র ক্রিকেট চলছে। এখানে কোনো করোনায় আক্রান্তর খবর আসেনি।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ