ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

প্রথম টেস্ট ম্যাচ জেতার পরও বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া, ছিটকে গেল এক তারকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১২ ২১:৪১:২০
প্রথম টেস্ট ম্যাচ জেতার পরও বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া, ছিটকে গেল এক তারকা

গ্যাবায় প্রথম টেস্ট চলাকালীনই চতুর্থ দিন মাত্র আট ওভার বল করে হ্যাজেলউড সাজঘরে ফিরে যান। তখন থেকেই তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল। অধিনায়ক কামিন্স মেনেও দলের তারকা পেসারটি হালকা চোট পেয়েছেন।

শেষমেশ পেশির টানের কারণেই অ্যাসেজ সিরিজের প্রথম দিবা-রাত্রির টেস্টে মাঠে নামা হচ্ছে না অসি পেস বোলারের। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, হ্যাজেলউড ব্রিসবেন থেকে সোজা সিডনি নিজের বাড়িতে উদ্দেশ্যে বিমান ধরেন। তাকে এয়ারপোর্টে সাধারণ পোশাকেই দেখা গেছে এবং কোনো সতীর্থও তার সঙ্গে ছিলেন না।

অস্ট্রেলিয়ার ফক্সস্পোর্টস জানিয়েছে, ৩০ বছর বয়সী হ্যাজেলউডের পরিবর্তে দলে ঝিয়ে রিচার্ডসনের নাম ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক সিরিজে দুই টেস্ট খেলার পর এটি রিচার্ডসনের তৃতীয় টেস্ট হতে চলেছে।

প্রথম টেস্টেও ঘরোয়া মৌসুমে দুর্দান্ত ফর্মের দরুন অনেকেই স্টার্কের পরিবর্তে ঝিয়ে রিচার্ডসনকে দলে সুযোগ দেওয়ার দাবি জানালেও তা হয়নি। অবশেষে কিছুটা ভাগ্যের জেরেই অ্যাডিলেডে সুযোগ পেতে চলেছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ