ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিসিএলে বিজয়ের অনেক বড় আক্ষেপ থেকে গেলো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৩ ১৫:০০:২০
বিসিএলে বিজয়ের অনেক বড় আক্ষেপ থেকে গেলো

প্রথম স্তরে সাইফ-মজিদের শতক; বিজয়ের অর্ধশতক

আসরের দ্বিতীয় শতক আসলো বিজয়ের হাত ধরে। ফাইল ছবিইসলামি ব্যাংক পূর্বাঞ্চলকে ২৬০ রানে আটকে রেখে দক্ষিণাঞ্চল প্রথম দিন শেষ করেছিল স্কোরবোর্ডে মাত্র ৩ রান নিয়ে। দ্বিতীয় দিন সেই রানকে বড় করতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি।

মাত্র ৪২ রানের মধ্যে ৩ ব্যাটার সাজঘরে ফিরলে দক্ষিণাঞ্চল চাপে পড়ে যায়। তবে জাকির হাসানকে নিয়ে দলের হাল ধরেন আরেক উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়।

চতুর্থ উইকেটে দুজনে গড়ে তোলেন ১২৮ রানের পার্টনারশিপ। তাদের জুটি ভাঙে ওপেনার বিজয় মোহাম্মদ আশরাফুলের শিকার হয়ে বিদায় নিলে। সাজঘরে ফেরার আগে ১৫৬ বলের মোকাবেলায় করেন ৮৮ রান, হাঁকান ১৪টি চার ও ১টি ছক্কা।

আশরাফুলের হ্যাটট্রিক; তামিম-শান্তর বড় ইনিংসবিজয়কে সাজঘরে ফিরিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবিবিজয় বিদায় নিলেও জাকির এখনও লড়ে যাচ্ছে। অর্ধশতকের দেখা পেয়েছেন তিনিও। ৯৯ বলে ৮টি চার হাঁকিয়ে ৫১ রান করে অপরাজিত আছেন তিনি। ৫৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে দক্ষিনাঞ্চলের সংগ্রহ ১৮১ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : বিসিবি দক্ষিণাঞ্চল

ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল : ২৬০/১০ (৮৬.২ ওভার)আশরাফুল ৬১, ইমরুল ৪৬, দিপু ৩০মেহেদী ৮১/৫, নাসুম ৯৬/৫

বিসিবি দক্ষিণাঞ্চল : ১৮১/৪ (৫৪ ওভার)বিজয় ৮৮, জাকির ৫১*নাঈম ৬০/২, আশরাফুল ১৭/১

দক্ষিণাঞ্চল ৬২ রানে পিছিয়ে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ