ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন আশ্চর্যজনক ঘটনা দেখল ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৫ ১৩:৪৪:২০
টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন আশ্চর্যজনক ঘটনা দেখল ক্রিকেট বিশ্ব

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দেখা গেছে এমন অদ্ভুত চিত্র। চলতি আসরে ডাম্বুলা জায়ান্টস বনাম জাফনা কিংস ম্যাচে এমন কীর্তি গড়েছেন দুই দলের স্পিনাররা।

কলম্বোয় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডাম্বুলা ১৪.১ ওভারে মাত্র ৬৯ রানে অল আউট হয়ে যায়। ফিল সল্ট ২৩ ও থারিন্দু রত্নায়কে ১৪ রান করেন। বাকিরা কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। এই ইনিংসে জাফনার কোনো পেসারই বল করেননি।

জাফনার পাঁচজন স্পিনার নিজেদের মধ্যে উইকেট ভাগাভাগি করে নেন। বাঁ হাতি স্পিনার চতুরঙ্গ ডি’সিলভা ১৬ রানে ৪ উইকেট নেন। অফস্পিনার মহেশ থিকসানা নেন ২১ রানে ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, শোয়েব মালিক ও আশেন বান্দারা।

এই রানের জবাবে ব্যাট করতে নেমে জাফনা কিংস ৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলে ম্যাচ জিতে যায়। আভিষ্কা ফার্নান্ডো অপরাজিত ২২ ও হাসারাঙ্গা ৩৭ রান করেন। ২টি উইকেট নেন ইমরান তাহির। ম্যাচের সেরা হয়েছেন চতুরঙ্গ ডি’সিলভা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ