ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রোহিতের সাথে আমার সমস্যা নেই, বলতে বলতে ক্লান্ত : কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৫ ২০:৪৬:০৮
রোহিতের সাথে আমার সমস্যা নেই, বলতে বলতে ক্লান্ত : কোহলি

গত কয়েক বছর ধরেই কোহলি ও রোহিতের দ্বন্দ্বের বিষয়টি দফায় দফায় আলোচনায় এসেছে। কোহলির আর্মব্যান্ড রোহিতের হাতে তুলে দেওয়ায় সেই আলোচনার আগুনে যেন ঘি পড়েছে।

এমন পরিস্থিতিতে মুখ খুলতে ‘বাধ্য’ হলেন কোহলি। তিনি জানিয়েছেন, রোহিতের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। কোহলি বলেন, ‘আমার আর রোহিতের মধ্যে কোনো সমস্য়া নেই। আমি বিগত দুই বছর ধরে এটা বলতে বলতে ক্লান্ত। আরও একটা বিষয় বলতে চাই- আমার কোনো কার্যকলাপ বা সিদ্ধান্ত দলকে খাটো করার জন্য হবে না। আমার দায়িত্বই হচ্ছে ঠিক পথে দলকে নিয়ে যাওয়া।’

রোহিতকে যোগ্য অধিনায়ক হিসেবেই মেনে নিয়েছেন কোহলি। তিনি বলছেন, ‘রোহিত অধিনায়ক হিসাবে অত্যন্ত যোগ্য। ট্যাকটিক্যাল দিক থেকেও দারুণ। রাহুল দ্রাবিড়ও এখন দলের সাথে রয়েছেন। যিনি দুর্দান্ত ম্যান ম্যানেজার। আমার শতভাগ সমর্থন থাকবে।’

কোহলির আশ্বাস, রোহিতের কাছে নেতৃত্ব হারালেও দলের প্রতি তার নিবেদন আর রানের প্রতি ক্ষুধা কমবে না। তার ভাষায়, ‘আমার মোটিভেশন একই থাকবে। সেখানে কোনো প্রভাব পড়বে না। অধিনায়ক হিসাবে অত্যন্ত সততার সঙ্গে কাজ করেছি। বলতে পারেন এটা সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে নিজের মূল্যায়ন।’

কোহলি অধিনায়ক হিসেবে সফল হলেও ভারতকে কোনো আইসিসি ট্রফি জেতাতে পারেননি। এ কারণেই বোর্ড তাকে বাদ দিয়েছে, বলছেন অকপটেই।

কোহলি বলেন, ‘আমি দেশকে কোনো আইসিসি ট্রফি দিতে পারিনি, তাই হয়ত আমাকে সরানো হয়েছে। আমি বোর্ডের যুক্তিটা বুঝতে পারছি। তবে আপনাদের আশ্বস্ত করতে পারি, আমার কোনো কাজে বা কোনো পদক্ষেপে কখনও ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ