ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সেরা বোলিংয়ে দলকে জেতালেন আল আমিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৭ ১৩:২৬:৪৯
সেরা বোলিংয়ে দলকে জেতালেন আল আমিন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ফিল্ডিং পায় আল আমিনরা। আগে৷ ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডাম্বুলা জিয়ান্টস। উইকেট তুলে নেওয়ার মিছিলে যোগ দেন আল আমিনও৷ কিছুটা সেট হওয়া নাজিবুল্লাহ জাদরানকর ১৪ রানে গুনারত্নের তালু বন্দি করে প্রথম উইকেট শিকার করেন আল আমিন।

একই ওভারের পঞ্চম বলে চামিকা গুনারত্নেকে ০ রানে লুইসের তালু বন্দি করে ফেরত পাঠান আল আমিন৷ এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে ডাম্বুলা। নিজের কোটার শেষ ওভারে আরো এক উইকেট শিকার করেন আল আমিন। সব মিলিয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন এই পেসার। এতে ৯ উইকেটে ১৩০ রানে আটকে যায় ডাম্বুলা।

সহজ রান তাড়া করতে নেমে রাভি বোপারার দারুণ ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় ক্যান্ডি। ১৯.২ ওভারে লক্ষ্যে পৌছে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন বোপারা। ম্যাচ সেরা পুরস্কারও জেতেন তিনিই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ