ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

পিনাক-বিজয়ের জোড়া হাফসেঞ্চুরি, চমক দেখালেন মুরাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০২ ১৯:৫৭:৩৩
পিনাক-বিজয়ের জোড়া হাফসেঞ্চুরি, চমক দেখালেন মুরাদ

দুই ওপেনার পিনাক ঘোষ আর এনামুল হক বিজয়ের ব্যাটে ছিল সে সম্ভাবনার ঝিলিক। তারা দু’জন প্রথম উইকেটে তুলে দিলেন ১৩৭ রান। তারপর হঠাৎ বদলে যায় দৃশ্যপট।

উদ্বোধনী জুটিতে বড় ভিত তৈরি করে পিনাক ১৬১ বলে ৬৫ রান করে বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের বলে বোল্ড হন। তারপর ওয়ান ডাউন অমিত হাসানকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু আনেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি।

আরেক ওপেনার এনামুল হক বিজয় ফিফটির পর ৭৬ রানে (১৭১ বলে) লেগবিফোর উইকেটের ফাঁদে পড়েন হাসান মুরাদের বলে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থঅকে দক্ষিণাঞ্চল।

১৬২ রানে অমিত ফেরার পরই একটা ছোট্ট মড়ক লাগে। হাসান মুরাদের ঘূর্ণিতে ফিরে যান দেন দক্ষিণাঞ্চলের আরেক ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয়।

রবিন লিগে একজোড়া শতরান উপহার দিয়ে দক্ষিণাঞ্চলকে ফাইনালে টেনে তুলতে প্রধান ভূমিকা রেখেছিলেন অমিত হাসান আর তৌহিদ হৃদয়।

অমিত (১০) আর হৃদয় শূন্য হাতে ফেরার পর হঠাৎই বিপর্যয় নেমে আসে দক্ষিণাঞ্চল ইনিংসে। ১ উইকেটে ১৬২ থেকে ৪ উইকেটে ১৬৩, মানে ১ রানে খোয়া যায় ৩ উইকেট।

এরপর ১৮১ রানে ইনিংসের অর্ধেকটার পতন ঘটলে মনে হয় আড়াইশোর আশপাশেই বুঝি শেষ হয়ে যাবে প্রথম ইনিংস। কিন্তু অধিনায়ক ফরহাদ রেজা আর উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন।

ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়েছেন ফরহাদ ও জাকির। আর তাতেই মাঝখানের বিপর্যয় কাটিয়ে দিন শেষে ফরহাদ বাহিনীর রান ৫ উইকেটে ২৬১। চাপের মুখে খেই না হারিয়ে অধিনায়ক ফরহাদ রেজা খেলছেন অসীম সাহস ও অবিচল আস্থায়। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়ালট মধ্যাঞ্চল বোলারদের এলোমেলো করে দিতে আক্রমণাত্মক কৌশল বেছে নিয়ে আজ সফল তিনি। ৪৭ বলে সাজানো ইনিংসে ৫ বাউন্ডারি আর তিন ছক্কা এসেছে রেজার ব্যাট থেকে। অন্যদিকে জাকির অপরাজিত আছে ৪৪ রানে (৬০ বলে ৬ বাউন্ডারিতে)।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস : ৮০ ওভারে ২৬১/৫ (পিনাক ঘোষ ৬৫, এনামুল হক বিজয় ৭৬, অমিত হাসান ১০, তৌহিদ হৃদয় ০, জাকির হাসান ৪৪ অপরাজিত, মেহেদি হাসান ৯, ফরহাদ রেজা ৪৬ অপরাজিত; হাসান মুরাদ ৪/৭০, আবু হায়দার রনি ১/৫২)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ