ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দলে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন উসমান খাজা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৬ ১৫:২৮:৩৩
দলে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন উসমান খাজা

আগের দিনের তিন উইকেটে ১২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। এদিন শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন প্রথম দিনের দুই৯ অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ ও খাওয়াজা।

চতুর্থ উইকেটে তাদের ১১৫ রানের জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটে অজিরা। স্মিথ ৬৭ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন খাওয়াজা। শেষ পর্যন্ত ২৬০ বলে ১৩৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি দ্রুত আউট হয়ে গেলে মনে হচ্ছিল খুব বেশি দূর এগোবে না অজিদের ইনিংস। কিন্তু শেষ দিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর নাথান লায়নের দুর্দান্ত ব্যাটিংয়ে চারশো রানের মাইলফলক স্পর্শ করে অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪১৬ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা।ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্টুয়ার্ড ব্রড। এই অভিজ্ঞ পেসার ১০১ রানে শিকার করেচ্যহেন ৫ উইকেট।

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে দশ উইকেট হাতে নিয়ে এখনও ৪০৩ রানে পিছিয়ে আছে ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)-

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ১২৬/৩ (৪৬.৫ ওভার)

(খাওয়াজা ১৩৭, স্মিথ ৬৭; ব্রড ৫/১০১)

ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৩/০ (৫ ওভার)

(হাসিব ২*, ক্রাউলি ২*)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ