ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএলের নতুন দল আহমেদাবাদের পূর্ণ নাম ও অধিনায়কের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৭ ২০:৪৫:৫৭
আইপিএলের নতুন দল আহমেদাবাদের পূর্ণ নাম ও অধিনায়কের নাম ঘোষণা

আইপিএলের এবারের আসর হতে যাচ্ছে টুর্নামেন্টের ১৫তম আসর। কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসরের নিলাম। নিলামের কিছুদিন আগেই নিজেদের দলের নাম ঘোষণা করলো আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিটি।

আহমেদাবাদ টাইটান্সের নেতৃত্বে এবারে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিলামের আগেই তিনজন ক্রিকেটারকে বেছে নেওয়ার সুযোগ ছিল নতুন দুইটি ফ্র্যাঞ্চাইজির কাছে। আহমেদাবাদ বেছে নিয়েছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান এবং শুবমান গিলকে।

এবারের আসরে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন আহমেদাবাদের তিন ক্রিকেটার। হার্দিক পান্ডিয়া এবং রশিদ খান ১৫ কোটি রুপি করে পাবেন, অন্যদিকে গিল পাবেন ৮ কোটি রুপি। পান্ডিয়া এবং রশিদ দুইজনই সর্বশেষ আসরে ১১ কোটি রুপি করে পেয়েছিলেন, অন্যদিকে গিল পেয়েছিলেন ১.৮ কোটি রুপি। এছাড়া আহমেদাবাদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের কিংবদন্তি পেসার আশিস নেহরা। মেন্টরের ভূমিকায় থাকবেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন।

এবারের আসরের আইপিএলে বেশ কিছু নতুন নিয়মের দেখা মিলছে। সবসময় ৮ দলের লড়াই এবার বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ এ, নতুন দুই দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস এবং আহমেদাবাদ টাইটান্সের অন্তর্ভূক্তি অবশ্যই নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে টুর্নামেন্টে।

আইপিএলের এবারের আসরে আহমেদাবাদ টাইটান্সের হয়ে মাঠে নামবেন রশিদ খান। ফাইল ছবিএছাড়াও পুরোনো ৮টি দল এবার ৪ জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছিল। যাদেরকে দলগুলো ছেড়ে দিয়েছে তাদের মধ্যে থেকে তিনজন করে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল নতুন দুইটি ফ্র্যাঞ্চাইজি। বাকি সব ক্রিকেটারদেরকে নিয়েই আয়োজিত হবে এবারের আসরের নিলাম। তাই ধারণা করা যাচ্ছে প্রায় নতুন চেহারার দল নিয়েই মাঠে নামবে দলগুলো।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২২ এর নিলাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ