ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৬:৩৩:২৮
সংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন রোহিত

কিছুদিন আগে, দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। সময়ের অন্যতম সেরা এই ব্যাটার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবশ্য দারুণ ভুগেছেন।

ঘরের মাঠে সেই সিরিজে তিন ওয়ানডে মিলিয়ে মাত্র ২৬ রান করেছেন কোহলি। এর মাঝে দুই ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গত এক দশক বাইজ গজ দাপানো এই ক্রিকেটার।

কোহলিকে নিয়ে করা এক বিব্রতকর প্রশ্নে রোহিত বলেন, 'আমার মনে হয় আপনারাই এসব নিয়ে বলছেন। আপনারা যদি লম্বা সময় ধরে চুপচাপ থাকেন, বিরাট কোহলি ঠিক থাকবে। সবকিছুই ঠিকঠাকভাবে হবে। সে মানসিকভাবে দারুণ শান্তিতে আছে।'

কোহলি মানসিকভাবে দারুণ স্বস্তিতে আছেন বলেও দাবি করেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলানো কোহলির জন্য বড় কোনও বিষয় নয় বলেও বিশ্বাস রোহিতের।

তিনি আরও বলেন, 'সে এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কেউ যখন এতো লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা জানে কীভাবে চাপ সামলাতে হয়। আমার মনে হচ্ছে আপনারাই এটা নিয়ে বেশি কথা বলছেন। আপনারা যদি চুপচাপ থাকেন, সবকিছুই ঠিকভাবে হবে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ