ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষে ২য় টি-২০ ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৪ ১১:৪৭:৪২
আফগানিস্তানের বিপক্ষে ২য় টি-২০ ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

চলুন দেখে নেয়াযাক আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

ওপেনিংয়ে যথারীতি মুনিম শাহরিয়ার ও নাঈম শেখকে দেখা যাবে। হয়তে আরেকটা সুযোগ টিম ম্যানেজমেন্ট দিতে পারে নাইমকে। তিন নম্বর পজিশনে দেখা যাবে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে। চারে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরের পজিশনে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন মুশফিকুর রহিম। এই সিরিজ দিয়ে আবারও টি-২০ দলে ফিরছেন মি. ডিপেন্ডডেবল। তার পরের স্থানে দেখা যাবে অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদকে। ৬ নম্বর পজিশনে আফিফ হোসেন। ৭ নম্বরে মেহেদী হাসান, তারপরে নাসুম আহমেদ। তবে মুশফিক খেললে ইয়াসির সেরা একাদশ থেকে বাদ পড়তে পারেন।

আর বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও দারুন ছন্দে থাকা শরীফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

নাঈম শেখ, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/ইয়াসির আলী রাব্বী, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ