ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তুমি দল পাবে না, কেউ তোমাকে কিনবে না: বলেছিলেন ব্রাভো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৪ ১৬:৩৫:৩৩
তুমি দল পাবে না, কেউ তোমাকে কিনবে না: বলেছিলেন ব্রাভো

যার শিকার হয়েছেন ভারতের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার আম্বাতি রাইডু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দল চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলার সুবাদে ঘনিষ্ট বন্ধুত্ব রয়েছে রাইডু ও ব্রাভোর। সেই সুবাদে আইপিএলের মেগা নিলামের পুরোটা সময় রাইডুর সঙ্গে মজা নিয়েছেন তিনি।

এবারের মেগা নিলামে ৪ কোটি ৪০ লাখ রুপিতে চেন্নাইয়েই ফিরেছেন ব্রাভো। অন্যদিকে কয়েক দলের সঙ্গে লড়াইয়ের পর রাইডুকে ফিরে পেতে চেন্নাইয়ের খরচ হয়েছে ৬ কোটি ৭৫ লাখ রুপি। নিলামের পুরোটা সময় ব্রাভো ও রাইডু একে অপরের সঙ্গে বার্তালাপ করেছেন।

সেই সময়ের কথা জানিয়ে চেন্নাইয়ের টুইটারে ব্রাভো বলেছেন, ‘আমি রাইডুর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। নিলাম চলাকালে পুরোটা সময় আমরা ইন্সটাগ্রামে মেসেজিং করছিলাম। আমি ওকে বলছিলাম, তুমি তো অবিক্রিত থেকে যাবে। তোমাকে কেউই কিনবে না। এসব অর্থহীন কথাবার্তাই চলে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমরা দুজনই চাচ্ছিলাম যেন চেন্নাইয়েই ফিরতে পারি। আমি জানি ও আমার জন্য অনেক খুশি ছিল। আমিও অনেক খুশি ছিলাম কারণ আমরা আবার একই দলে ফিরছি।’

এসময় ব্রাভো জানান, চেন্নাই ব্যতীত অন্য কোনো দলে খেলার ব্যাপারে আগ্রহ ছিল না রাইডুর। এখন একই দলে সুযোগ পাওয়ায় নতুন মৌসুমে দুজন মিলে আরও নতুন নতুন উপায়ে মজা করবেন বলে জানালেন চ্যাম্পিয়নখ্যাত এ অলরাউন্ডার।

ব্রাভো বলেছেন, ‘রাইডু অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চায়নি। ও আমাকে অনেক বেশি বিরক্ত করে। তাই আমি এখন থেকে ওর কাছ থেকে দূরে দূরে থাকবো (হাসি)। এই মৌসুমে আমরা আবার আগের মতো ঝগড়া করবো। যতক্ষণ পর্যন্ত আমরা ঝগড়া করছি, জয় পাচ্ছি, সেটিই গুরুত্বপূর্ণ।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ