ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নাসুমের সাফল্যে আমার কোনো কৃতিত্ব নাই : হেরাথ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৪ ১৯:২৪:২৩
নাসুমের সাফল্যে আমার কোনো কৃতিত্ব নাই : হেরাথ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার গড়ে নাসুম জিতেছেন ম্যাচসেরার খেতাব। শিষ্যের এই অর্জন উচ্ছ্বসিত করলেও হেরাথ নিতে চান না নাসুমের ভালো পারফরম্যান্সের কৃতিত্ব। তার মতে, মানসিকতার উন্নতি করেই স্পিনাররা ভালো করছেন।

হেরাথ বলেন, ‘টেকনিক্যাল কিছু নেই, পুরোটাই কৌশল। তাই আপনার চিন্তাধারা যত সক্রিয় হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। ছেলেরা অনেক ধৈর্যশীল, শান্ত; এটা তারই ফলাফল। আমি সবসময় মাইন্ডসেটের ব্যাপারটা প্রাধান্য দেই। কন্ডিশন পক্ষে থাকুক বা নাই থাকুক, আপনাকে বুঝতে হবে এবং কন্ডিশনের ব্যাপারে সজাগ থাকতে হবে। টার্নিং হোক বা টার্নিং না হোক, বোলারের ভূমিকা বোঝা লাগবে। তারা তাদের দায়িত্ব সম্পর্কে পরিস্কারভাবে জানে, এজন্যই আসলে তারা ভালো করেছে।’

হেরাথ মনে করেন, ভালো করার তৃষ্ণা ও স্পৃহা থাকলে যেকোনো কন্ডিশনেই ভালো করা সম্ভব। তিনি বলেন, ‘আপনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড যেখানেই খেলুন না কেন, মাইন্ডসেট গুরুত্বপূর্ণ। দেশের হয়ে খেলার সময় দায়িত্ব আছে, নির্দিষ্ট ভূমিকা আছে, এটা বোঝা খুব জরুরী। শ্রীলঙ্কান হিসেবে আমি দেশের হয়ে অনেক বছর খেলেছি। আমি বিশ্বাস করি, যখন আপনি সুযোগ পাচ্ছেন, তখন দেশকে কিছু দিতেই হবে। ছেলেরা ভালো করছে, তাদের মানসিক অবস্থা ভালো।’

প্রথম ম্যাচ শেষে নাসুম জানিয়েছিলেন, এদিন জীবনে প্রথমবারের মত টিম ম্যানেজমেন্টের কাছ থেকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল তাকে। আর তা ছিল- পাওয়ারপ্লেতে ২ ওভার বল করে ১২ রানের বেশি খরচ না করা। সেই টার্গেট পূরণে নাসুম অবিশ্বাস্য হয়ে ওঠেন, ৪ ওভার বল করে ৪ উইকেট শিকার করেন মাত্র ১০ রানের খরচায়।

এই লক্ষ্য পূরণের জন্য কেন নাসুমকেই বেছে নেওয়া হল? এমন প্রশ্নের জবাবে হেরাথ বলেন, ‘আর কে আছে এখন? (হাসি) কোচ হিসেবে আমাদের একটি পরিস্থিতি তৈরি করে নিতে হয়। অনুশীলনে সেই পরিস্থিতি থাকে না, কিন্তু আমাদের দায়িত্ব হল সেই পরিস্থিতি তৈরি করে দেখানো।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ