ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ওয়ার্নকে আমি ‘লেগ স্পিনের বিশ্ববিদ্যালয়’ গণ্য করতাম : আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৪ ২২:২৮:৪১
ওয়ার্নকে আমি ‘লেগ স্পিনের বিশ্ববিদ্যালয়’ গণ্য করতাম : আফ্রিদি

শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডে অবস্থানকালে নিজের কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ওয়ার্নের চেতনা ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তবে সফল হননি। মৃত্যুকে বরণ করে ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওয়ার্ন।

ওয়ার্নের এমন মৃত্যুতে শোকে কাতর ক্রিকেট দুনিয়া। পাকিস্তানের কিংবদন্তি শহিদ আফ্রিদিও অন্য সবার মত ব্যথিত। আফ্রিদির কাছে ওয়ার্ন ছিলেন লেগ স্পিনের বিশ্ববিদ্যালয়।

আফ্রিদি এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি যাকে লেগ স্পিনের বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করতাম, ক্রিকেট বিশ্ব আজ তাকে হারিয়ে ফেলল। আমার ক্যারিয়ারের শুরু থেকে তার বোলিং থেকে অনুপ্রেরণা পেতাম। তার সাথে খেলা ছিল দারুণ সম্মানের।’

ওয়ার্নের কাছের মানুষদের সমবেদনা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘ওয়ার্নের পরিবার ও প্রিয় ব্যক্তিদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ