ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাকি আছে ৫৪ বলের খেলা,জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ১০:৩৫:৪৭
বাকি আছে ৫৪ বলের খেলা,জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও

ডানেডিনে দক্ষিণ আফ্রিকাকে ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ প্রথম জয় তুলে নিতে ২০৪ করতে হবে লাল সবুজের প্রতিনিধিদের।

টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটারদের কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন মারিজান কেপ। ৪১ আসে ওপেনার লরা ভলভার্টের ব্যাট থেকে। বাংলাদেশি বোলাররদের মধ্যে সবচেয়ে সফল ফারিহা তৃষা। ৩৫ রানে ৩টি উইকেট নিয়েছেন তিনি। জাহানারা আলম ও রিতু মনির শিকার দুটি করে উইকেট।

২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তেমনটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান। ৪১ ওভার শেষ,জয়ের জন্য শেষ ৫৪ বল থেকে বাংলাদেশের প্রয়োজন আরও ৭৬ রান।

৫০ বলে ২৭ রান করে আউট হন শামিমা সুলতানা, এরপরেই ৭৭ বল খেলে ৩৪ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন শারমিন আক্তার,১৬ বল থেখে মাত্র ৮ রান করেই মাঠ ছাড়তে হয় ফারজানা হককে। এরপরেই শুরু হয় আসা-যাওয়ার লড়াই। ২ বলে খেলে ০ রান করেই আউট হন মুরশিদা খাতুন, তবে রুমানা আহম্মেদ আবারও আশা দেখায় বাংলাদেশকে। তবে বেশীক্ষন স্থায়ী হতে পারেন নি তিনিও ৩২ বলে ২১ রান করেই আউট হন তিনি। এবং ৮ বল খেলে ২ রান করে আউট হন সালমা খাতুন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ