ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজা হাফসেঞ্চুরি, রানের পাহাড়ে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ১১:০২:৫৬
দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজা হাফসেঞ্চুরি, রানের পাহাড়ে ভারত

দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজা হাফসেঞ্চুরি করে ফেলেছিলেন। আর ৯৭ ওভারে ভারত ৪০০ রানও করে ফেলল। ৯৭ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৪০০ রান। জাদেজা ৭৬ এবং অশ্বিন ২২ করে অপরাজিত রয়েছেন।

রবীন্দ্র জাদেজা ১১৯ বলে ৬৪ রান করে ফেলেছেন। ৩৪ বলে ২১ রান অশ্বিনের। ৯৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৮৭ রান ভারতের।

ভারত ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭২ রান করে ফেলেছে। ক্রিজে লড়াই করছেন রবীন্দ্র জাদেজা (৫৭ রান) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৩ রান)।

দ্বিতীয় দিনের শুরুতেই হাফসেঞ্চুরি করে ফেলেন রবীন্দ্র জাদেজা। ৮৭ বলে অর্ধশতরান করেন জাড্ডু। চার মেরে নিজেদের ৫০ পূরণ করেন জাদেজা।

দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। অশ্বিন এবং জাদেজা ক্রিজে রয়েছেন। পারবে বড় রান করতে?

শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে হতবাক ক্রিকেট বিশ্ব। শনিবার মোহালি টেস্টের দ্বিতীয় দিনে ভারত এবং শ্রীলঙ্কা দুই দলই কালো ব্যান্ড পরে খেলতে নেমেছে। সেই সঙ্গে ওয়ার্নের সম্মানে ম্যাচের আগে এক মিনিটের নীরবতাও পালন করা হয়।

শুক্রবার মোহালি ছিল বিরাট কোহলিময়। কিন্তু দিনের শেষে বিরাট ভক্তরা নিরাশ হন। কোহলি তাঁর শততম টেস্টের প্রথম ইনিংসেও অধরা সেঞ্চুরি করতে পারলেন না। ৪৫ করে আউট হন তিনি। তবে কোহলি এ দিন ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৮০০০ রানের মাইলস্টোন পার করেছেন।

৯৭ বলে ঝড়ো ৯৬ রান করেন ঋষভ পন্ত। মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। ৭৩ বলে ৫০ রান করেছিলেন পন্ত। তার পর মাত্র ২৪ বলে পন্ত করেন ঝড়ো ৪৬ রান। একেবারে টি-টোয়েন্টির মেজাজে। তাঁর হাত ধরেই ভারত প্রথম দিনের শেষে ৩৫০-এর গণ্ডি টপকে যায়। তবে এই নিয়ে পন্ত ৯০-এর ঘরে পাঁচ বার আউট হলেন। অর্থাৎ পাঁচ বার শতরানের খুব কাছে পৌঁছেও সেঞ্চুরি করা হয়নি তাঁর।

প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে করে ফেলে ৩৫৭ রান। ঋষভ পন্তের ৯৬ রানের সৌজন্যেই প্রথম দিনের শেষে অক্সিজেন পায় ভারত। বরং এ বার চাপে শ্রীলঙ্কা। রবীন্দ্র জাদেজা ৮২ বলে ৪৫ রান করে এবং রবিচন্দ্রন অশ্বিন ১১ বলে ১০ রান করে ক্রিজে রয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ