ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়া তো বাংলাদেশ নয়, রান রেট বাড়িয়ে খেলো: রশিদ লতিফ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ১৪:২৮:১১
অস্ট্রেলিয়া তো বাংলাদেশ নয়, রান রেট বাড়িয়ে খেলো: রশিদ লতিফ

চলছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট। টেস্টের প্রথম দিনে পুরো ৯০ ওভার ব্যাটিং করে এক উইকেটে ২৪৫ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসের শুরুর দিনে দলটির রান রেট ছিল মাত্র ২.৭২।

এমন রান রেট দেখে ক্ষেপে গিয়েছেন রশিদ। সাবেক এই ক্রিকেটারের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে হলে আরও দ্রুতগতিতে রান তুলতে হবে পাকিস্তানিদের।

বাংলাদেশকে টেনে এনে তিনি বলেন, 'আমরা অল্প টেস্ট ম্যাচ খেলি। টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় সেটা আমাদের বুঝে নেয়াটা জরুরি। এটা তো শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ না, আপনি যদি তাদের বিপক্ষে জিততে চান তাহলে আপনাকে বড় রান রেটে খেলতে হবে।'

ম্যাচের দ্বিতীয় দিনে কীভাবে খেলতে হবে সেটাও বলে দিয়েছেন রশিদ, 'আপনি যদি ৫০০ রানের লক্ষ্য নিয়ে খেলতে থাকেন তাহলে বৃষ্টির সম্ভাবনাও আপনার মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে চা-বিরতির পরই আপনার ইনিংস ঘোষণা করা উচিত। তবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্বাভাবিকভাবেই খেলা উচিত।'

ম্যাচের প্রথম দিন শেষে ইমাম উল হক ১৩২ ও আজহার আলী ৬৪ রানে ব্যাটিং করছিলেন। দ্বিতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ইমাম ১৫৪ ও আজহার ৯৫ রানে ব্যাটিং করছেন। পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে ৩০২।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ