ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অ্যাওয়ে সিরিজে আমাদের এখন সিরিয়াসলি নেবে : মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ১৬:২২:১২
অ্যাওয়ে সিরিজে আমাদের এখন সিরিয়াসলি নেবে : মুমিনুল

বাংলাদেশ ২০২২ সাল শুরু করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অবিস্মরণীয় জয় তুলে নেয় মুমিনুলের দল। দ্বিতীয় ম্যাচ হারলেও ড্র করে সিরিজ।

মুমিনুল মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে আত্মবিশ্বাস বাড়াবে সেই জয়। তার ভাষায়, ‘এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কারণ একটা বড় দলের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জেতা বড় ব্যাপার। তবে আমাদের অতীত নিয়েও বেশি ভাবনার প্রয়োজন নেই।’

তবে মুমিনুলের চাওয়া, অতীতের সাফল্য নিয়ে বেশি না ভেবে সামনের ম্যাচগুলোতেই যেন পূর্ণ মনোযোগ থাকে। তিনি বলেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ভাবতে হবে। যেহেতু আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে, তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন করি সেটা গুরুত্বপূর্ণ।’

টেস্টেও বাংলাদেশকে এখন ‘সিরিয়াসলি’ নেবে বিদেশি দলগুলো, মনে করেন মুমিনুল। ফাইল ছবিদেশের বাইরে টেস্টে বাংলাদেশের খুব বেশি সাফল্য নেই। অ্যাওয়ে সিরিজে স্বাগতিক দলগুলো তাই হেসেখেলেই হারাতে পারত বাংলাদেশকে। মুমিনুল মনে করেন, মাউন্ট মঙ্গানুই টেস্টের জয় বাড়াবে বাংলাদেশের গুরুত্ব।

তিনি বলেন, ‘অন্যান্য দলগুলো আমাদের আগে যেভাবে দেখত, এখন নিশ্চয়ই সেভাবে দেখবে না। দলগুলো এখন আমাদের আরও সিরিয়াসলি নেবে। সেদিক থেকে চ্যালেঞ্জও থাকবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ