ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো বাংলাদেশের ইনিংস, দেখেনিন কত রানের টার্গেট দিল আফগানিস্তানকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ১৬:৪৮:৪৪
শেষ হলো বাংলাদেশের ইনিংস, দেখেনিন কত রানের টার্গেট দিল আফগানিস্তানকে

ওয়ান ডাউনে এবারও দল ভরসা রেখেছিল লিটন দাসের ওপর। তবে ভালো শুরুর ইঙ্গিত দিলেও লিটন (১০ বলে ১৩ রান) এদিন থিতু হতে পারেননি। ৪৫ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন নাঈম শেখ (১৯ বলে ১৩ রান) ও সাকিব আল হাসানও (১৫ বলে ৯ রান)।

পাওয়ারপ্লেতে ৩৩ রান জড়ো করা বাংলাদেশ প্রথম ১০ ওভারে সংগ্রহ করে মাত্র ৪৭ রান। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, গড়েন ৪৩ রানের পার্টনারশিপ। ৩টি চারে ১৪ বলে ২১ রান করে রিয়াদ বিদায় নেন। মুশফিক উইকেটে থিতু হলেও ইনিংস বেশি বড় করতে পারেননি। ২৫ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ৪টি চার হাঁকিয়ে।

শুরু ও শেষের নৈপুণ্যে বাংলাদেশকে অস্বস্তিতে রাখেন আফগান বোলাররা। ছবি : বিডিক্রিকটাইমমুশফিকের বিদায়ে টাইগাররা আবারও খেই হারিয়ে ফেলে। শেষদিকে প্রত্যাশা অনুযায়ী রান তুলে না পারায় জড়ো করা যায়নি কাঙ্ক্ষিত পুঁজি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ : ১১৫/৯ (২০ ওভার)

মুশফিক ৩০, রিয়াদ ২১

ফারুকি ১৮/৩, ওমরজাই ২২/৩,

জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১১৬ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ