ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক ভাবে ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুষছেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ১৯:০৫:৩৩
আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক ভাবে ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুষছেন মাহমুদউল্লাহ

১১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোচট খায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন মেহেদি হাসান। এরপর উসমান ঘনি আর হজরতউল্লাহ জাজাইয়ের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাড়ায় আফগানিস্তান।

এই দুইজনের ৯৯ রানের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। গনি ৪৮ বলে ৪৭ রান করে ফিরেছেন। তবে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন জাজাই। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মাহমুদউল্লাহ এবং মেহেদি।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন মুনিম শাহরিয়ার। এই তরুণ ওপেনার ১০ বল খেলে করেছেন ৪ রান। তিনে নেমে ভালো শুরুর আভাস দেন লিটন দাস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১০ বল খেলে আনলাকি থার্টিনে কাটা পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

আরেক ওপেনার নাঈম শেখ এদিনও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। শুরুতে রশিদ খানের বলে একবার আম্পায়র আউট দেয়ার পরও রিভিইউ নিয়ে বেঁচে যান। শেষ পর্যন্ত ১৯ বলে ১৩ রান করে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন নাঈম।

চারে নামা সাকিব আল হাসানও এদিন ব্যর্থ হয়েছেন। ৫০ পেরোনোর আগেই চার টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ মিলে হাল ধরেন। ১৪ বলে ২১ রান করে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক। আর মুশফিকুর রহিম সাজঘরে ফিরেছেন ২৫ বলে ৩০ রান করে।

শেষ দিকে আফিফ হোসেন-মেহেদি হাসানরাও ব্যর্থ হলে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে ফারুকি এবং ওমরজাই তিনটি করে উইকেট শিকার করেছেন।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে এমন হারের পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এর কারণ ব্যাখ্যা করেছেন। তার মতে উইকেট ব্যাটিং সহায়ক থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। খুব বেশি বড় স্কোর করতে না পারলেও অন্তৎ ১৪০ রান করার মত উইকেট ছিল বলে মনে করছেন টাইগার অধিনায়ক।

ম্যাচ শেষে রিয়াদ বলেন, ”ব্যাট করার জন্য যথেষ্ট ভালো উইকেট ছিল আজকে। আমরা কোনো পার্টনারশিপ পাইনি। এই ম্যাচের পারফরম্যান্সে খুবই হতাশ। ১৫০-১৬০ রান করার মত উইকেট ছিল এটি, তবে আমরা অন্তত ১৪০ করতে পারতাম। আমাদের পার্টনারশিপ হয়নি এটা নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। আমি এবং মুশফিক পার্টনারশিপ গড়তে চেষ্টা করেছিলাম। তাদের বোলারদের দেখেশুনে খেলার চেষ্টা করেছিলাম আমরা। আমাদের ফিল্ডিং ভালো করার জন্য আরও কাজ করতে হবে। মে মাসে টি-টোয়েন্টির আগে আগে আমাদের বেশ কয়েকটি ওয়ানডে ও টেস্ট ম্যাচ আছে। আমরা সেদিকেই মনোযোগ দিতে চাই।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ