ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ম্যাচে শেষে এক প্রতিবন্ধী বাংলাদেশির আবদার মিটিয়ে প্রসংশায় ভাসছেন রশিদ খান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ২২:১২:৩৮
ম্যাচে শেষে এক প্রতিবন্ধী বাংলাদেশির আবদার মিটিয়ে প্রসংশায় ভাসছেন রশিদ খান

বিশ্ব ক্রিকেটের মহাতারকা রশিদ খান আফগানিস্তানের এই লেগির ভক্ত ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো বিশ্বে। বাংলাদেশেও যে তার ভক্ত রয়েছে সেটা শেষ টি-টোয়েন্টি ম্যাচে দেখা গেল। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতে এবার নিজের দেশের বিমান ধরবেন রশিদ খান। তবে যাওয়ার আগে বাংলাদেশে এক ভক্তের আবদার মিটিয়ে গেলেন রশিদ খান। বিশেষ চাহিদা সম্পন্ন তরুনকে নিজের স্বাক্ষর করা একটি বল উপহার দিলেন আফগানিস্তানে রশিদ খান।

ম্যাচ শেষে রশিদ খানকে ঘিরে ধরে সংবাদমাধ্যম কর্মীরা। সেই ভিড়ের মধ্যেই রশিদকে জড়িয়ে ধরলেন এক সমর্থক। এমন দৃশ্যে হইচই পড়ে যাওয়ার কথা। তবে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তেমন কিছু হয়নি। আলামিন নামের ১৮ বছর বয়সের এই ভক্তের ডান হাতের কব্জি সোজা করতে পারেন না এমন কি কথা বলতে পারেন না ঠিকঠাক। হাতের ইশারায় রশিদকে বোঝালেন তিনি তার বড় ভক্ত। তারকা এই লেগির একটা বলে ব্যাট করতে চান তিনি।

ক্ষুদে ভক্তের আবদার মিটাতে রশিদ তাকে নিয়ে গেলেন নিজের ড্রেসিংরুমে। এরপর নিজের স্বাক্ষর করা একটি বডল উপহার দেন আল-আমিনকে। বল পেয়ে খুশিতে আত্মহারা আলামিন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ