ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

আজকের ম্যাচ শেষে নাঈমকে নিয়ে কথা বললেন ; রাসেল ডোমিঙ্গ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৫ ২৩:০৪:২২
আজকের ম্যাচ শেষে নাঈমকে নিয়ে কথা বললেন ; রাসেল ডোমিঙ্গ

দলীয় ১০৫ রানের মাথায় গনি আউট হয়ে গেলেও জাজাই ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। আরেক ব্যাটার দারবিশ রাসুলি ৮ বলে ৯ রান করে থাকেন অপরাজিত। এদিকে, ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার কণ্ঠে ঝরেছে ক্যাচ মিস নিয়ে হতাশা।

এর সমাধানও জানা নেই বাংলাদেশের প্রধান কোচের। ‘সবশেষ ৫ ম্যাচে নয়টা ক্যাচ ছুটেছে হাত থেকে। এটা মনোযোগের ঘাটতি, আত্মবিশ্বাসের অভাব নাকি চাপের জন্য হচ্ছে, এ নিয়ে আমি শতভাগ নিশ্চিত নই। আমাদের নিশ্চিত করতে হবে, এখানে আমরা উন্নতি করছি’।

‘ফিল্ডিংয়ে অনেক ভুল করছি আর এর মাশুল দিতে হচ্ছে। বিশ্বকাপে আমরা এর মাশুল দিয়েছি, এখানে দিচ্ছি, টেস্ট ক্রিকেটে দিয়েছি। অনুশীলনে অসংখ্য ক্যাচ ধরা যায়, সেখানে ড্রিলগুলো করা যায় কিন্তু দিনশেষে ম্যাচে ছেলেদের ক্যাচগুলো ধরতে হবে’- আরও যোগ করেন ডমিঙ্গো। এ সময় তিনি আরও বলেন, নাইম আমাদের সেরা ব্যাটার (ওপেনিং) তার প্রাপ্য জায়গা।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ