ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দেশের ক্রিকেটে চলছে তোলপাড়, দুবাইয়ে 'দারুণ সময়' কাটাচ্ছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৮ ১৫:৫৭:০৯
দেশের ক্রিকেটে চলছে তোলপাড়, দুবাইয়ে 'দারুণ সময়' কাটাচ্ছেন সাকিব

অথচ, সাকিবকে এসব যেন স্পর্শই করছে না। বিজ্ঞাপনের কাজে তার দুবাই যাওয়া নিয়েই এত কাণ্ডের শুরু। সেই দুবাইয়ে বেশ আছেন সাকিব। আজ মঙ্গলবার দুপুরে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে মাঠে ক্যাচ অনুশীলনের দুটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, 'জায়গাটি ভীষণ সুন্দর। দারুণ কিছু সময় কাটালাম।

উল্লেখ্য, গত পরশু রাতে হুট করেই দুবাইয়ের উদ্দেশ্যে বিমানে ওঠেন। এর আগে সাংবাকিদের বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই আফ্রিকা সফরে যেতে চান না। এরপর গতকাল নাজমুল হাসান পাপন বলেন, ' সাকিব আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ নাকি এনজয়ই করে নাই! সে এনজয়ই করে নাই...। ' হোয়াই? কিভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত?'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ