ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সাকিবকে সরিয়ে দেয়া বোর্ডের জন্য কঠিন: রাজ্জাক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ১১:৫০:৫৪
সাকিবকে সরিয়ে দেয়া বোর্ডের জন্য কঠিন: রাজ্জাক

বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন কারণে বেশ কয়েকটি সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব। এমন ঘটনার পরও সাকিবকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা হয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিষয়ে খোলাসা করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাক।

সাকিবের তিন ফরম্যাটে থাকা নিয়ে রাজ্জাক জানিয়েছেন, এই অলরাউন্ডার যদি কোনো ফরম্যাট থেকে নিজে সরে না যান তবে বোর্ড থেকে তাকে সরিয়ে দেয়া অনেক কঠিন। এর কারণ ব্যাখ্যা দিয়ে রাজ্জাক জানিয়েছেন, সাকিব বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এ বছর দেশের অনেক খেলা রয়েছে। তাই সাকিবকে তারা চান তিন ফরম্যাটেই।

এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'তিন ফরম্যাটে রাখার সিস্টেমটা এমন না যে কেউ যদি দুটি সিরিজে রেস্ট নেয় তাহলে তাকে তিন ফরম্যাটে রাখা যাবে না। ক্রিকেট বোর্ড সবার সঙ্গে কথা বলেছে, কে কে কোন কোন ফরম্যাট খেলতে চায়। তারপর ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কাদের কোন ফরম্যাটের জন্য বিবেচনা করবো। সাকিব কিন্তু এখনও কোনো ফরম্যাট থেকে সরে যায়নি। সাকিব এই মাপের প্লেয়ার যে সে যদি কোনো ফরম্যাট থেকে নিজে থেকে সরে না যায়, ক্রিকেট বোর্ডের সরিয়ে দেয়াটা কঠিন।'

প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন, এ বছর ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশের। সাকিব যেহেতু দলের সেরা ক্রিকেটার তাই তাকে তারা তিন ফরম্যাটেই চান। সাকিবকে বোর্ড যে বিশ্রাম দিয়েছে এরপর সাকিব চাঙ্গা হয়ে ফিরে আসবেন বলে আশাবাদী জাতীয় দলের এই নির্বাচক।

তিনি বলেন, 'সে আমাদের সেরা খেলোয়াড়। ২০২২ সালে তিন ফরম্যাটেই আমাদের অনেক খেলা আছে। সে হিসেবে কিন্তু আমাদের অনেকগুলো খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময় তিন ফরম্যাটেই চাই। বোর্ড যেহেতু ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে। এরপর সে রিফ্রেশ হয়ে ফিরে আসবে আশা করি এবং তিন ফরম্যাটেই ক্রিকেট খেলবে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ