ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৫ ১২:১৫:৫৭
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না নাঈমের। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক হলেও নাঈম এই মুহূর্তে সেই ফরম্যাটে নেই। যে কারণে জাতীয় দলের ক্রিকেটাররা যখন দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত তখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ব্যাট হাতে ফিরলেন ফর্মে। রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর হয়ে একাই ব্যাট হাতে লড়েছেন। টস হেরে রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিং পায় আবাহনী। মুনিম, জাকির, তৌহিদ, নাজিবউল্লাহদের ব্যর্থতায় কিছুটা ধীরগতির ব্যাটিং করেন নাঈম।

তবে একপাশ ধরে রেখে প্রথমেই অর্ধশতক হাঁকান। পরবর্তীতে তাঁর অর্ধশতককে নিয়ে যান শতকের দিকে। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেকের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন তিনি। কাঙ্ক্ষিত শতকের দেখা পান ৩৯.৩ ওভারে।

৪০তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে ১১৩ বলে শতক পূরণ করেন নাঈম। এই রিপোর্ট লেখা অব্দি ক্রিজে ১২৯ বলে ১১৪ রান করে অপরাজিত রয়েছেন নাঈম। সেই সঙ্গে আবাহনীর দলীয় সংগ্রহ ৬ উইকেটে ২১২ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ