ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

২০০৭ ও ২০১৫ সালের আইন: ‘নো বল’ বা ফ্রি হিটে যে আউট হতে পারেন একজন ব্যাটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৭ ১৪:৫২:০০
২০০৭ ও ২০১৫ সালের আইন: ‘নো বল’ বা ফ্রি হিটে যে আউট হতে পারেন একজন ব্যাটার

তবে খেয়াল করে দেখবেন ‘প্রায়’ বলা হয়েছে। ‘ফ্রি হিট’ এও একজন ব্যাটসম্যান আউট হতে পারেন। ফ্রি-হিটে একজন ব্যাটারকে বোল্ড, এলবিডাব্লুউ, ক্যাচ আউট, স্টাম্পিং এই প্রচলিত উপায়ে আউট করা সম্ভব না।

এমনকি বোল্ড হলেও ব্যাটসম্যানরা দৌড়ে রান নিতে পারবেন। তাহলে একজন ব্যাটার নো বলে বা ফ্রি হিটে কি কি উপায়ে আউট হতে পারেন? #রান আউট #ব্যাট দিইয়ে বল দুইবার মারলে #অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড বা ফিল্ডিং এ বাধা প্রদান করলে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ