ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২১ ১৯:৩১:৩০
শেষ হলো লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

জবাবে চার উইকেট ও ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ২০ রানের মধ্যেই তিন উইকেট হারায় রূপগঞ্জ।

এরপর দুইশ রানের জুটি গড়েন নাঈম ইসলাম ও রকিবুল। রকিবুল সেঞ্চুরি তুলে নিলেও এদিন সেঞ্চুরি পাননি নাঈম। ১০৯ বলে ৯১ রান করে দেলোয়ার হোসেনের বলে ফিরে যান তিনি। ফলে ৯ রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে।

১২৫ বলে ১২১ রান করা রকিবুলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন অলক কাপালি। শেষদিকে রূপগঞ্জের ভারতীয় রিক্রুট চেরাগ জানি ১৩ বলে ১০ ও মাশরাফি বিন মুর্তজা ১৪ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৫ রান করেন প্রাইম ব্যাংক। ৬৭ বলে ৫৩ রান করেন এনামুল হক বিজয়। এরপর অবশ্য একের পর উইকেট হারাতে থাকে তারা।

যদিও শেষ পর্যন্ত কাঙ্খিত জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে তারা। ১৪৫ বল খেলে অপরাজিত ১৩১ রান করে দলকে জয় পাইয়ে দেন দিপু। রূপগঞ্জের হয়ে তিন উইকেট নেন নাবিল সামাদ। দুটি উইকেট নেন সঞ্জিত সাহা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ