ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দক্ষিণ আফিকার জন্য কোনো মায়া নেই আমার: বাংলাদেশ কোচ ডোনাল্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৮ ২১:১৯:০৪
দক্ষিণ আফিকার জন্য কোনো মায়া নেই আমার: বাংলাদেশ কোচ ডোনাল্ড

অবশ্য এবার দক্ষিণ আফ্রিকার জন্য মনের কোণে মায়া রাখার কোনো সুযোগই নেই ডোনাল্ডের। কারণ যে দলকে কোচিং করাচ্ছেন, দক্ষিণ আফ্রিকা যে তাদেরই প্রতিপক্ষ! ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল এখন টেস্টে প্রোটিয়াদের মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে। টাইগারদের পেস বোলিং কোচ ডোনাল্ড তাই এখানে আগাগোড়া বাংলাদেশের মানুষ।

তিনি বলেন, ‘ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমি ছিলাম। তখন আমি ব্ল্যাকক্যাপসদের কোচ ছিলাম। যখন আপনি কাজ করবেন তখন প্যাশন নিয়ে করতে হবে। তখন সব আবেগ অনুভূতি দূরে রাখতে হবে। এখন আমার গায়ে ভিন্ন শার্ট, ভিন্ন ট্র্যাকস্যুট, ভিন্ন ক্যাপ। দক্ষিণ আফ্রিকার হয়ে আমি খেলেছি, কিন্তু এখন অন্য ভূমিকা, অন্য দলের হয়ে। তাই সব অনুভূতি দূরে রাখছি।’

খেলোয়াড়ি জীবনে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন ডোনাল্ড। পেস বোলার হিসেবে টেস্টে ৩৩০টি ও ওয়ানডেতে ২৭২টি উইকেট শিকার করেছিলেন তিনি। একসময় আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ বোলার ছিলেন তিনি। এখন খ্যাতি কুড়াচ্ছেন কোচ হিসেবে। চলমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশ দলের সাথে কাজ করছেন এই প্রোটিয়া, যার চুক্তি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ