ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

২০ বছরের ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস গড়লো পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৩ ১০:৪০:৫২
২০ বছরের ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস গড়লো পাকিস্তান

বাবরের সেঞ্চুরিতে রীতিমত উড়ে গেলো সফরকারী অস্ট্রেলিয়া। ১২ ওভারের বেশি (৭৩ বল) হাতে রেখে, ৯ উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান। সে সঙ্গে সিরিজটাও নিজেদের করে নিলো তারা ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে ৮৮ রানে হারের পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিতলো বাবর আজমরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে যায় ৩৭.৫ ওভারেই, মাত্র ১ উইকেট হারিয়ে। ১০৫ রানে অপরাজিত থাকেন বাবর। ইমাম-উল হক অপরাজিত থাকেন ৮৯ রানে। রান তাড়া করতে নেমে দলীয় ২৪ রানে ফাখর জামানকে হারানোর পর অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়েন বাবর ও ইমাম।

২০০২ সালের পর, ২০ বছর বিরতি দিয়ে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।

ওয়ানডে ক্রিকেটে বাবরের এটি ১৬তম সেঞ্চুরি। এই ১৬ সেঞ্চুরি করতে সবচেয়ে কম ইনিংস (৮৪টি) খেলেছেন বাবর। ১৬ সেঞ্চুরি করতে দ্বিতীয় সর্বোচ্চ কম ইনিংস খেলছেন হাশিম আমলা (৯৪টি)।

এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৯ রানের রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারায় পাকিস্তান। সে ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানি এই অধিনায়ক। ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বাবর। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানে হারলেও বাবর করেছিলেন ৫৭ রান।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানেই অস্ট্রেলিয়া হারিয়েছিল তিন উইকেট। শাহিন শাহ আফ্রিদির করা ম্যাচের প্রথম বলেই বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হারিস রউফ। গত ম্যাচেও ‘ডাক’ মেরেছিলেন ফিঞ্চ। ষষ্ঠ ওভারে মার্নাস লাবুশেনকে (৭) ইফতিখার আহমেদের ক্যাচ বানান হারিসই। এরপর বেন ম্যাকডারমটের ৩৬, অ্যালেক্স ক্যারির ৫৬, ক্যামেরন গ্রিনের ৩৪ ও শন অ্যাবটের ৪৯ রানের ওপর ভর করে ২১০ পর্যন্ত যেতে সক্ষম হয় অসিরা। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৩টি করে উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদির শিকার ২ উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ