ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য আকাশ ছোয়া প্রাইজমানি ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৩ ১২:১২:৪৩
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য আকাশ ছোয়া প্রাইজমানি ঘোষণা

দ্বিতীয়বার এশিয়ায় বিশ্বকাপ। প্রথমবার মধ্যপ্রাচ্যে। কাতারের সঙ্গে আরো একটি প্রথম জড়িয়ে। কোনো মুসলিম দেশে বসতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থ। তাই মরুর বুকে আনন্দের জোয়ার এবারের আসরকে ঘিরে।

আগের সব বিশ্বকাপকে আরো একটি জায়গায় ছাড়িয়ে যাচ্ছে ২২তম আসর। প্রায় চার হাজার কোটি টাকার প্রাইজমানি দেবে ফিফা। রাশিয়া বিশ্বকাপের চেয়ে যা চারশ কোটি টাকা বেশি।

চ্যাম্পিয়ন দল কত টাকা পাচ্ছে কাতার বিশ্বকাপে? সেই উত্তর শুনে যে কারও চোখ কপালে উঠতে পারে। শিরোপার সঙ্গে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ৪২ মিলিয়ন ডলার। টাকার অংকে প্রায় ৩৬১ কোটি।

রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার। টাকায় প্রায় আড়াইশ কোটি। তৃতীয় আর চতুর্থ স্থানের ব্যবধানটা খুব বেশি নয়। যথাক্রমে ২৭ ও ২৫ মিলিয়ন ডলার।

গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বড় আয় হবে দলগুলোর। ১৭ থেকে ৩২ নম্বর দলগুলো পাবে ৯ মিলিয়ন ডলার করে। আর শেষ ষোলো নিশ্চিত করলে অর্থ বেড়ে হবে ১৩ মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালে উঠলে ১৭ মিলিয়ন ডলার করে নিশ্চিত।

এখানেই শেষ হচ্ছে না চমক। কাতার বিশ্বকাপের আগে শুধু প্রস্তুতির জন্যই প্রতিটি দল পাচ্ছে দেড় মিলিয়ন ডলার করে। আয় বেশি তাই ব্যয় করতেও কার্পণ্য নেই ফিফার। ৭০০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ফুটবলের সর্বোচ্চ সংস্থার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ