ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জয়েই চোখ বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৪ ১১:০৯:১৬
জয়েই চোখ বাংলাদেশের

২৭৪ রানের লক্ষ‍্য তাড়ায় চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শেষভাগে বাংলাদেশের উইকেট হারানোর যে ধারা সেটি অব্যহত ছিল এদিনও। শেষ বেলায় মাত্র ৬ ওভার ব‍্যাট করেই বাংলাদেশ হারিয়েছে তিন টপ অর্ডার ব্যাটারকে।

দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় একেবারেই সুবিধা করতে পারেননি। আর অধিনায়ক মুমিনুল হকও সাজঘরে ফিরেছেন কেবলই বিপদ বাড়িয়ে। দিন শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১১ রান করেছে। জয়ের জন্য পাড়ি দিতে হবে লম্বা পথ। তবে দল নিয়ে আশাবাদী বাংলাদেশের টিম ডিরেক্টর।

তিনি বলেন, 'কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। আমি মনে করি, সারা দিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই ম্যাচ জেতার সুযোগ থাকবে। প্রথম কথা হচ্ছে, কাল সকালে কেমন শুরু করি।'

বাংলাদেশ ইতোমধ্যেই তিন উইকেট হারালেও এখনও ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন ইনফর্ম ব্যাটার আছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে আছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তাছাড়া দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস-মেহেদি হাসান মিরাজরাও নিয়মিত রান পাচ্ছেন। তাই এখনও জয়েই চোখ রাখছেন সুজন।

বাংলাদেশের টম ডিরেক্টর বলেন, 'এখনও বাইরে ভালো দুজন খেলোয়াড় আছে। মুশফিক, শান্ত উইকেটে আছ। এরপর লিটন ও ইয়াসির আছে। এখনও আমাদের সম্ভাবনা আছে। আমি জানি কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। আমরা চেষ্টা করব। এখনও আমরা জেতার আশা ছাড়ছি না।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ