ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অঝোরে কাঁদলেন টেলর ভিডিও ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৪ ১২:৪৯:১১
অঝোরে কাঁদলেন টেলর ভিডিও ভাইরাল

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন টেলর। আর কখনোই নিউজিল্যান্ডের জার্সিতে দেখা যাবেনা তাকে। আজ শেষ ম্যাচ খেলে নেমে আবেগঘন হয়ে পড়েন টেলর। দেশের জাতীয় সংগীত গাওয়ান সময় টিভি স্ক্রিনে বার বার ভেসে উঠে টেলরের অঝোর কান্না।

এর আগে টুইটারে নিজের অবসর নেওয়ার খবর জানাতে গিয়ে টেলর লেখেন, ‘চলতি ঘরোয়া মরসুমের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ও অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয়টি ওয়ানডে খেলব। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।’

কিউয়িদের তরফ থেকে প্রকাশিত হওয়া বিবৃতিতে রস বলেন, “এটি একটি আশ্চর্যজনক জার্নি ছিল এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনেকরছি যে এতদিন আমি আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। বেশ কয়েকজন সেরা প্লেয়ারদের সঙ্গে এবং কিছু সেরা বিপক্ষদের বিরুদ্ধে খেলা এবং সেই পথে অনেক স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করা সত্যিই বিশেষ সৌভাগ্যের বিষয়।”

তিনি আরও যোগ করেন, “কিন্তু সব ভালো জিনিসের অবসান হওয়া উচিত এবং এই সময়টা আমার জন্য সঠিক মনে হচ্ছে। আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা আমাকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”

ওই বিবৃতিতে কোচ গ্যারি স্টেড জানান, টেলর নিঃসন্দেহে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার। তিনি বলেন, “রস সব সময়ই দলের একজন অত্যন্ত সম্মানিত সদস্য এবং কেরিয়ার জুড়ে ও ব্ল্যাকক্যাপসে যে অবদান রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “ব্যাটসম্যান হিসেবে ওর দক্ষতা এবং মেজাজ বিশ্বমানের এবং এতদিন ধরে এত উচ্চ পর্যায়ে পারফর্ম করার ক্ষমতা তার দীর্ঘায়ু এবং পেশাদারিত্বের কথাই প্রমাণ করে। ওর অভিজ্ঞতা বার বার একসঙ্গে দলকে ধরে রেখেছে এবং ওর ক্যাচিং রেকর্ডও নজরকাড়া। ও না থাকায় আমরা ওকে অবশ্যই মিস করব, তাতে কোনও সন্দেহ নেই।”

নিউজিল্যান্ডের হয়ে ১১২টি টেস্ট ম্যাচে খেলেছেন টেলর। এর মধ্যে ৩৭ বয়সী ব্যাটার টেস্টে ১৯ সেঞ্চুরি করেছেন। এবং রান করেছেন ৭৬৮৪। ওয়ানডে ফর্ম্যাটে ২৩৬টি ম্যাচে ২১টি সেঞ্চুরি করেছেন তিনি। এবং একদিনের ক্রিকেটে রান করেছেন ৮৫৮৮। টি-২০ ক্রিকেটে ১০২ টি ম্যাচে ১৯০৯ রান করেছেন টেলর। তিন ফর্ম্যাটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন টেলর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ