ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: একই দলে ডাক পেলেন রাসেল-পোলার্ড-নারিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৫ ১৬:৪৯:০৫
ব্রেকিং নিউজ: একই দলে ডাক পেলেন রাসেল-পোলার্ড-নারিন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাসেল-পোলার্ডরা রীতিমতো হটকেক। তাদের দলে পেতে মুখিয়ে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার সিপিএলে তাদের একসঙ্গে পাচ্ছে ত্রিনিবাগো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবারই প্রথমবারের মতো কোনো দলে একসঙ্গে খেলবেন এই চার ক্যারিবিয়ান তারকা।

নারাইন এর আগে সিপিএলে পোলার্ড ও রাসেলের সঙ্গে একই দলে খেলেছেন। তবে পোলার্ড ও রাসেল একই দলের হয়ে খেলবেন এবারই প্রথমবার। আসর শুরুর কয়েক মাস বাকি থাকতেই গতবারের দল থেকে ধরে রাখা ও ড্রাফটের আগেই চুক্তি করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দলগুলি।

পোলার্ড, নারাইন ও পুরান আগের আসরেও খেলেছেন ত্রিনবাগোতে। এবারও তাদের ধরে রেখেছে দলটি। আর এই তিনজনকে ধরে রাখার পাশাপাশি এবার রাসেলকেও দলে ভিড়িয়েছে তারা।

ত্রিনিবাগোতে এবার তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। অভিজ্ঞ রাসেল-পোলার্ডদের সঙ্গে আছেন তরুণ আকিল হোসেন ও জেডেন সিলস।

এবারের সিপিএল শুরু হবে ৩০ অগাস্ট। আর ক্যারিবিয়ানদের সবচেয়ে জমকালো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বরের ফাইনালের মধ্য দিয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ