ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তাইজুল-খালেদের হাত ধরে সমানে সমানে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৮ ২১:৪৯:২৭
তাইজুল-খালেদের হাত ধরে সমানে সমানে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

পেসারদের মধ্যে প্রথম দিন সফল ছিলেন খালেদ, তাইজুলের ৩ উইকেটের সাথে তিনি এনে দিয়েছেন দুটি উইকেট।

পোর্ট এলিজাবেথে টস হেরে বল করতে নেমে প্রথম সেশনে ভালো ছিল বাংলাদেশের পদচারণ। খালেদ আহমেদ ছাড়া আর কেউই পাননি উইকেটের দেখা। পরের সেশনে তাইজুল ইসলাম শিকার করেন দুটি উইকেট, একই সাথে রানের গতিও টেনে ধরেন।

তাইজুল ও খালেদের হাত ধরে শেষ সেশনে আরও দুটি উইকেটের পতন ঘটাতে সমর্থ হয় টাইগাররা। শেষ পর্যন্ত প্রথম দিনের ৯০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ২৭৮ রান, ৫ উইকেট হারিয়ে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা ও কিগান পিটারসেন। তিনজনই পেরিয়েছেন পঞ্চাশের ঘর, তবে কেউই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। এলগার ৮৯ বলে ৭০, বাভুমা ১৬২ বলে ৬৭ ও পিটারসেন ১২৪ বলে ৬৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে তাইজুল শিকার করেছেন তিনটি উইকেট। এছাড়া দুটি উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৭৮/৫ (৯০ ওভার)

এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪, রিকেলটন ৪২, ভেরেইন্নে ১০*,

তাইজুল ৭৭/৩, খালেদ ৫৯/২

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ