ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বাবর আজম ৯০২, তামিম ৬২৪, লিটন দাস ৫৯২, মুশফিক ৫২৩

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৭ ১৬:৫২:০০
বাবর আজম ৯০২, তামিম ৬২৪, লিটন দাস ৫৯২, মুশফিক ৫২৩

বর্তমান পর্যন্ত দূর্দান্ত ব্যাটিংয়ে ৯০.২০ গড়ে বাবরের সংগ্রহ ৯০২ রান৷ ১২ ম্যাচে বাবরের ঝুলিতে রয়েছে ৩ অর্ধশতকের সাথে ৫ শতক৷ ২য় অবস্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। ১৭ ম্যাচে ৪৬.৫২ গড়ে ৭৯১ রান করেছেন তিনি। ২ ফিফটির সাথে আছে ৩ সেঞ্চুরি।

স্টারলিংয়ের সতীর্থ হ্যারি টেক্টর আছেন ৩ নম্বরে। ১৮ ম্যাচে ৪৫.০৭ গড়ে ৬৩১ রান এসেছে তার ব্যাট থেকে। কোন সেঞ্চুরি না পাওয়া টেক্টর করেছেন ৭ ফিফটি।

৪ নম্বরে আছেন তামিম ইকবাল। বাংলাদেশের খেলা ১৮ ম্যাচেই সেরা একাদশে ছিলেন তামিম। ৩৬.৭০ গড়ে ৬২৪ রান করেছেন তিনি। ৫ ফিফটির সাথে আছে ১ সেঞ্চুরি।

পাকিস্তানের ইমাম উল হক আছেন ৫ নম্বরে। ৫৪.৩৬ গড়ে ৫৯৮ রান করা ইমাম খেলেছেন ১২ ম্যাচ। ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি।

সেরা দশে আছেন বাংলাদেশের আরও দুই ব্যাটার। ১৭ ম্যাচে ৩৪.৮২ গড়ে ৫৯২ রান করে ৬ নম্বরে আছেন লিটন দাস। ১৫ ম্যাচে ৪৩.৫৮ গড়ে ৫২৩ রান করে ১০ নম্বরে মুশফিকুর রহিম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ