ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ইমনকে নিয়ে নতুন পরিকল্পনায় টিম ম্যানেজমেন্ট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৩ ২২:৩৬:৪১
ইমনকে নিয়ে নতুন পরিকল্পনায় টিম ম্যানেজমেন্ট

পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে দলে ডাকও পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত অভিষেকটা হয়নি এই ক্রিকেটারের। তবে এবারের জিম্বাবুয়ে সফরে একপ্রকার নিশ্চিতভাবে টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখবে ইমনকে। 'এ' দলেও ছিলেন না ইমন, সরাসরি এইচপি থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার।

এইচপির হয় 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি সেঞ্চুরিও করেছিলেন ইমন। এই সেঞ্চুরিটিকেও ইমনের দলে ডাক পাওয়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে। ওপেনিং পজিশনে ব্যাটিং করে থাকেন ইমন। জিম্বাবুয়ের সফরের দলে মোট রয়েছে চার ওপেনার। ওপেনিংয়ে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ সম্ভবত এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস।

তাহলে পারভেজ হোসেন ইমন কি জিম্বাবুয়ের বিপক্ষেও একাদশে খেলার সুযোগ পাবেন না? উত্তরটা সোজাসাপ্টা, ম্যানেজমেন্ট চাইলেই মিডল অডারে ব্যাট করাতে পারেন ইমনকে। এছাড়া ম্যানেজমেন্ট যদি মনে করে ইমনকে ওপেনিং করানো হবে সেটিও করা যেতে পারে।

অর্থাৎ ইমনকে দলে নেওয়ায় ম্যানেজমেন্টের হাতে বিকল্প বেড়েছে। ম্যানেজমেন্ট চাইলেই ইমনকে মিডল অর্ডার এবং ওপেনিং উভয় পজিশনে খেলাতে পারবে। তবে ইমনকে যে পজিশনেই খেলানো হোক, এটা নিশ্চিত করা আবশ্যক যে পর্যাপ্ত সুযোগ যাতে পেয়ে থাকেন এই তরুণ ক্রিকেটার।

একটি কিংবা দুটি খারাপ পারফরমেন্সের কারণে যাতে ছিটকে পড়তে না হয় এই ক্রিকেটারকে। এছাড়া এনামূল হক বিজয়কেও এ সফরে পর্যাপ্ত সুযোগ দিতে চাচ্ছে ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ দেওয়াই এখন ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ