ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্যভাবে মাত্র ৪ বলের জন্য নিশ্চিত জয়বঞ্চিত অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৪ ০৯:৫৭:১৬
অবিশ্বাস্যভাবে মাত্র ৪ বলের জন্য নিশ্চিত জয়বঞ্চিত অস্ট্রেলিয়া

শনিবার রাতে ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ৪.২ ওভারেই ২৮ রান করে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু এরপর আর বৃষ্টির কারণে খেলা হয়নি। আর মাত্র ৪ বল খেলা হলেই বৃষ্টি আইনে ম্যচটি জিতে যেতো অসিরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতেই উইকেট হারায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। এজন্য খেলেন ৩৯ বল। এছাড়া মুনিবা আলি ১৯ ও আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ১৪ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভারে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট নেন কোভিডের কারণে আগের দুই ম্যাচ খেলতে না পারা জেস জোনাসেন। এছাড়া নিকোলা ক্যারে দুই ও অ্যাশলে গার্ডনার নেন একটি উইকেট।

পরে ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বেথ মুনি ১৩ বলে ১১ ও অ্যালিসা হিলি করেন ১৪ বলে ১২ রান। এর সঙ্গে অতিরিক্ত পাঁচ রান মিলিয়ে ৪.২ ওভারে ২৮ রান করে অসিরা। টি-টোয়েন্টি ম্যাচে দুই দল ন্যুনতম ৫ ওভার খেলতে না পারলে ম্যাচটি অমীমাংসিতই রাখা হয়।

বৃষ্টিতে এই ম্যাচ ভেসে গেলেও চার ম্যাচে দুই জয় ও দুই পরিত্যক্ত মিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে অসিরা। শেষ ম্যাচে লড়বে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এই ম্যাচে অবিশ্বাস্য রকমের বড় ব্যবধানে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ