ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চিরচেনা রুপে নয় নতুন পরিকল্পনায় খেলতে চায় সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৪ ১৬:২৮:৩৯
চিরচেনা রুপে নয় নতুন পরিকল্পনায় খেলতে চায় সোহান

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নেতৃত্ব দিয়ে থাকেন তিনি। ঢাকা লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে অধিনায়কত্ব করেছেন নিয়মিত। সাফল্যও পেয়েছেন। ঢাকা লিগ, জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছেন। তার নেতৃত্ব প্রসংশা কুড়িয়েছে বারবারই। তাছাড়া নিজেকে অমুল পাল্টে সোহান এখন ব্যাটার হিসেবেও অনেক পরিনত। জানালেন, হঠাৎ পাওয়া বড় দায়িত্বটা যথাযতভাবে পালন করতে চান নিজের মতো করেই।

আজ রোববার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন নতুন অধিনায়ক।

সোহান বলেন হঠাৎ পাওয়া বড় দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চান নিজের মতো করেই, ‘এটা (অধিনায়ক) তো অবশ্যই গর্বের ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চ দেখানোর সুযোগ নেই। আমার কাছে মনে হয়, দল হিসেবে এবং নিজেদের সেরা দেওয়াটাই মূল লক্ষ্য।’

দল হয়ে খেলাকে প্রাধান্য দিচ্ছেন সোহান। প্রথম সংবাদ সম্মেলনে দল হয়ে খেলার বিষয়টি উল্লেখ করলেন বারবার। বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে যখনই অধিনায়কত্ব করেছি, আমার সব সময় চাওয়া থাকে আমরা যেন দল হিসেবে খেলতে পারি। অবশ্যই লক্ষ্য থাকবে জিম্বাবুয়েতে যেন দল হিসেবে খেলতে পারি। মূল যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ… দলের পরিবেশ যেন ভালো থাকে। সবাই তো প্রতিদিন পারফর্ম করবে না। আমরা যারা দলের ক্রিকেটার থাকবো ১৪-১৫ জন, তারা যেন একজনের সাফল্য আরেকজন উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

নতুন অধিনায়ক বলেন, ‘আমরা টেস্ট ও টি-টোয়েন্টিতে ওয়ানডে থেকে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চেষ্টা করছি। এজন্য প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। রেজাল্ট বা আউটকামের থেকে প্রক্রিয়া মেনে চলার চেষ্টা করবো। এই সিরিজে দলগতভাবে খেলা আমার কাছে বড় কাজ বলে মনে হচ্ছে।’

বাংলাদেশ তার অধীনে কোন ধরনের টি-টোয়েন্টি খেলবে, এমন প্রশ্নে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা দিলেন সোহান। বলেছেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব, যেন এটা করতে পারি। আগে থেকে ভেবে নিলে প্রক্রিয়া ঠিক থাকে না। আশা করি প্রক্রিয়াটা ধরে রাখতে পারব।

সোহানের অধিনায়কত্ব অধ্যায় শুরু হবে ৩০ জুলাই থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে সেদিন মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ৩১ ও ২ আগস্ট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ