ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মুশফিককে ধন্যবাদ জানালেন ম্যাথিউস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৫ ১০:১৩:৩৪
মুশফিককে ধন্যবাদ জানালেন ম্যাথিউস

সেই প্রশংসা বার্তায় যোগ হল বাংলাদেশি সুপারস্টার মুশফিকুর রহিমের বার্তাও। সমবয়সী এই ক্রিকেটার শুধু মুশফিকের মাঠের প্রতিপক্ষ নন, একসাথে বন্ধুও। বন্ধুর কীর্তিতে তাই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারকে বেছে নিলেন মুশফিক, শুভেচ্ছা জানানোর জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেইজ ও অ্যাকাউন্ট থেকে দেওয়া বার্তায় মুশফিক লিখেছেন, 'তোমার শততম টেস্টের মাইলফলকে অভিনন্দন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুভকামনা বন্ধু আমার।' সেই টুইটে দুজনের খেলার একটি ছবিও যুক্ত করেন মুশফিক।

মুশফিকের শুভবার্তার উত্তরও দিয়েছেন ম্যাথিউস। টুইটে মন্তব্য করেছেন, 'ধন্যবাদ ভাই।'

ম্যাথিউসের আগে ১০০টি টেস্ট খেলার কীর্তি ছিল মাত্র ৫ লঙ্কানের। তাদেরই একজন চামিন্দা ভাস, যিনি চলমান গল টেস্ট শুরুর আগে ম্যাথিউসকে টুপি পরিয়ে দেন। ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা ম্যাথিউসের শততম টেস্ট ভালোভাবেই শুরু করেছে। প্রথম দিনে ৬ উইকেট হারালেও স্বাগতিক দল জড়ো করেছে ৩১৫ রান। ব্যাট হাতে ১০৬ বলে ৪২ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন ম্যাথিউসও।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ