ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ওয়ানডে ক্রিকেটে এশিয়ার সেরা তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৫ ১৫:৪২:৫২
ওয়ানডে ক্রিকেটে এশিয়ার সেরা তামিম

ওয়ানডেতে টাইগারদের ভালো করার অন্যতম কারণ, বর্তমান সময়ের অন্যতম সেরা ওপেনার বাংলাদেশ দলে খেলছে। তিনি আর অন্য কেউ নন আমাদের তামিম ইকবাল। এখনো ক্রিকেট খেলছেন এমন ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের। বিশ্বের অন্যান্য সব বাঘা বাঘা ওপেনাররা তামিমের পেছনে। তামিমের মোট রান ৭৯৪৩।

ঠিক এর পরের অবস্থানেই রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, তিনি ওপেনিং পজিশনে করেছেন ৭৪০৯ রান। তৃতীয় অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ওপেনারদের একজন মার্টিন গাপটিল। গাপটিলের রান ৬৫৮২।

বিশ্বের সেরা ব্যাটসম্যানগুলোর চেয়েও ওপেনিং পজিশনে এগিয়ে রয়েছেন তামিম। নির্দ্বিধায় নিজেকেও বিশ্ব সেরাদের কাতারেই নিয়ে গিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তামিমের সামনে রয়েছে বড় এক মাইলফলক।

আর ৫৭ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০০ রান হয়ে যাবে তামিমের। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই হয়তো মাইলফলকটি ছুঁয়ে ফেলবেন মিস্টার খান। এভাবেই একের পর এক মাইলফলক ছুঁয়ে যাক তামিম এগিয়ে নিয়ে যাক দেশের ক্রিকেটকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ