ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ বদলে দিতে পারে সাব্বিরের ক্রিকেট ক্যারিয়ার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২০ ১৬:১২:৩৩
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ বদলে দিতে পারে সাব্বিরের ক্রিকেট ক্যারিয়ার

কিছুদিন আগেও সাব্বির রহমানকে নিয়ে অনেক কথা বলতেন অনেকেই। জাতীয় দলের একসময়ের এই নির্ভরযোগ্য ক্রিকেটার হঠাৎ করেই হারিয়ে যান। এইতো গত বিপিএলেও তার ব্যাটিং নিয়ে হয়েছে নানা সমালোচনা। বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তিনি।

বাজে পারফরমেন্সের কারণে একাদশ থেকে বাদ পড়তেও হয়েছে তাকে। ৬ ম্যাচে সুযোগ পেয়ে তিনি রান করেছিলেন মাত্র ১০৯। সর্বোচ্চ স্কোর ছিল ৩২ রান। অনেকেই বলতে থাকেন জাতীয় দলে হয়তো আর দেখা যাবে না সাব্বির রহমানকে। কিন্তু সাব্বির রহমান ঘুরে দাঁড়িয়েছেন।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে এনামুল হক বিজয়ের মতো পারফরমেন্স না করলেও মোটামুটি ভালই করেছিলেন সাব্বির রহমান। টুর্নামেন্টের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন তিনি। ১৪ ইনিংসে ৩৯.৬১ গড়ে ৫১৫ রান করেছেন সাব্বির রহমান। একটি সেঞ্চুরি এবং একটি ৯০ রানের ইনিংস ছিল তার।

তবে সাব্বির রহমানের স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো ১০২.৩৮। ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের ১৫ জনের মধ্যে তার স্ট্রাইক রেট ছিল সবচেয়ে বেশি। মূলত এই কারণেই এশিয়া কাপে সুযোগ পেয়ে যান সাব্বির রহমান।

উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের পরিবর্তে শেষের দিকে দ্রুত রান তুলতে পারা একজন ব্যাটসম্যান প্রয়োজন ছিল বাংলাদেশ দলের। কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় খেলার মত পর্যাপ্ত ব্যাটসম্যান নেই বাংলাদেশের। যার কারণে পুরাতন ক্রিকেটারদের ওপর ঝুঁকতে হয়েছে নির্বাচকদের।

তবে সাব্বির রহমানের জন্য আজ একটি অগ্নিপরীক্ষা দিন। ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ এ’ ক্রিকেটে দল। গত ম্যাচে ৫৮ বলে ৬২ রান করে সবার নজর কেড়েছেন সাব্বির।

তাই আজও যদি তিনি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেন তাহলে সুযোগ পেয়ে যেতে পারেন এশিয়া কাপের সেরা একাদশে। আর এখান থেকেই শুরু হতে পারে সাব্বির রহমানের নতুন ক্রিকেট ক্যারিয়ার। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই একটি ম্যাচ বদলে দিতে পারে সাব্বির রহমানের ক্রিকেট ক্যারিয়ার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ