ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

টটেনহ্যাম ১০০০, হ্যারি কেইন ১৮৫

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২১ ১০:৪৫:০৫
টটেনহ্যাম ১০০০, হ্যারি কেইন ১৮৫

এই গোলের মাধ্যমে শুধু জয় নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন কেইন। লিগে টটেনহ্যামের হয়ে কেইনের এটি ১৮৬তম গোল। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। এতদিন ধরে রেকর্ডটি ছিল সার্জিও আগুয়েরোর দখলে।

আগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে করেছেন ১৮৫ গোল। এছাড়া টটেনহ্যামের হয়ে সবমিলিয়ে হ্যারি কেইনের এটি ২৫০তম গোল। কেইনের এ গোলের সুবাদে ২০০৫-০৬ মৌসুমের পর আবার লিগের প্রথম তিন ম্যাচ অপরাজিত থাকলো টটেনহ্যাম।

কেইনের এ গোলের মাহাত্ম্য রয়েছে আরও। ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ নামকরণ হওয়ার পর পঞ্চম দল হিসেবে ১ হাজার গোল করলো টটেনহ্যাম। এর আগে হাজার গোল করা অন্য চার দল হলো- ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল ও চেলসি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ